Friday, June 3rd, 2016
বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০
June 3rd, 2016 at 10:35 am
বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০

বগুড়া: জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় আরো তিন জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২১ জন।

শুক্রবার ভোর সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. এরফান নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনজন। নিহত ব্যক্তিদের মধ্যে বাস ও ট্রাকের চালক রয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর থানায় নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Capture newsnextbd

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার সোহেল রানা নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘ধনকুন্ডি এলাকায় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে দিনাজপুরমুখী রেখা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী রেখা পরিবহনের বাসটি ঢাকার দিক থেকে দিনাজপুর যাচ্ছিল। পাথরবোঝাই ট্রাকটি কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের দিক থেকে প্রায় অর্ধেক অংশ দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট স্থান দিয়ে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে আটটার দিকে ফের যান চলাচল শুরু হয়।

নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসজি


সর্বশেষ

আরও খবর

অপারেশনের পর সুস্থ আছেন খালেদা জিয়া: ফখরুল

অপারেশনের পর সুস্থ আছেন খালেদা জিয়া: ফখরুল


বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের খোঁজার নির্দেশনা চেয়ে রিট

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের খোঁজার নির্দেশনা চেয়ে রিট


সাম্প্রদায়িক সন্ত্রাস: প্রধান বিচারপতির উদ্বেগ, আশ্বাস আইনমন্ত্রীর

সাম্প্রদায়িক সন্ত্রাস: প্রধান বিচারপতির উদ্বেগ, আশ্বাস আইনমন্ত্রীর


বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ

বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ


কালীপূজায় হবে না দীপাবলি!

কালীপূজায় হবে না দীপাবলি!


রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা: পুলিশ

রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা: পুলিশ


সহিংসতায় নিহত ৬ রোহিঙ্গা, ইউএন বলছে ৭

সহিংসতায় নিহত ৬ রোহিঙ্গা, ইউএন বলছে ৭


ইকবালকে জেরা করছে পুলিশ, সারাদেশে গ্রেফতার ৫৮৪

ইকবালকে জেরা করছে পুলিশ, সারাদেশে গ্রেফতার ৫৮৪


কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত


কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, দ্রুতই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, দ্রুতই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী