
বগুড়া: জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ধনকুন্ডি এলাকায় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে দিনাজপুরমুখী রেখা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৭ জন যাত্রী নিহত হন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে দুর্ঘটনাকর্বলিত যানগুলো আটকে পড়ায় প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি