বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেট: সিলেট-গোবিন্দগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট-গোবিন্দগঞ্জ সড়কের বিশ্বনাথ থানাধীন দিঘলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার সিলেট থেকে গোবিন্দগঞ্জগামী লেগুনার সাথে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় লেগুনার ড্রাইভারসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই