বাহরাইনে কারাগারে বন্দুকধারীদের হামলা, পালালো ১০ আসামি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে একটি কারাগারে হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত ১০ আসামিকে নিয়ে পালিয়ে গেছে হামলাকারীরা। দেশটির রাজধানী মানামার দক্ষিণে ওই কারাগারটি অবস্থিত।
সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রোববারের এ ঘটনায় ওই কারাগারের আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে কারগারটিতে হামলার সময় ছয়জন বন্দুকধারী অংশ নেয়।
এ ঘটনায় তদন্ত করছে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গ্রন্থনা: রাকিব