
ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিড়ি-সিগারেটের ওপর শুল্ক হার বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি।
বর্তমানে ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির বাজার মূল্য হলো ৭ টাকা ৯৮ পয়সা আর ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেটের মূল্য হলো ৭ টাকা ৯৮ পয়সা উল্লেখ করে মুহিত বলেন, দু’ধরনের বিড়ির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক হার যথাক্রমে ২৫ ও ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ ও ৩৫ শতাংশে বৃদ্ধির প্রস্তাব করছি।’
এতে ফিল্টারবিহীন ২৫ শলাকার প্রতি প্যাকেটের দাম হবে সাড়ে ১০ টাকা আর ২০ শালাকার প্রতি প্যাকেটের দাম হবে ১২ টাকার একটু উপরে।
মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিড়ি-সিগারেটের মতো ভয়াবহ আরেকটি পণ্য হলো জর্দা ও গুল। বিগত কয়েক বছরে এ পণ্যটির করহার পরিবর্তন করা হয়নি। জর্দা ও গুলের ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে এ পণ্য দু’টির উপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ৬০ শতাংশ থেকে বৃদ্ধিপূর্বক ১০০ শতাংশের নির্ধারণের প্রস্তাব করেন।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/জাই