
ঢাকা: এবার বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের চাপ নিয়ে নতুন নোট বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক। নতুন নোট বিতরণে বিড়ম্বনা কমাতেই এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের।
নতুন টাকার প্রতি মানুষের আগ্রহের বিষয়টি মাথায় রেখে এবার ১৫ হাজার কোটি টাকারও বেশি নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আর নতুন গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর যুক্ত হচ্ছে ৫০০ টাকার নতুন নোটে।
কোনো ব্যক্তি ৮ হাজার ৭০০ টাকার বেশি নতুন নোট নিতে পারবেন না। এছাড়া জনপ্রতি ১০০টি ৫০ টাকার নোট, ১০০টি ২০ টাকার নোট, ১০০টি পাঁচ টাকার নোট এবং ১০০টি দুই টাকার নোটের বান্ডেল দেয়া হবে। নতুন নোট পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ৫টি শাখা ও ২০টি বাণিজ্যিক ব্যাংকের সুনির্দিষ্ট বুথ থেকে।
এদিকে, আসন্ন ঈদে টানা প্রায় ৯ দিন বন্ধ থাকছে বাণিজ্যিক ব্যাংকগুলো। সেই বিষয়টিকেও গুরুত্বের সাথে বিবেচনায় রেখেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোও নতুন নোট বিতরণ ও ঈদের দীর্ঘ ছুটি বিবেচনায় নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক।
তিনি জানান, ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পেলে কিছু শাখা খোলা রাখার জন্যও প্রস্তুত ব্যাংকগুলো।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই