
সিলেট: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো)উত্তরাঞ্চল (রাজশাহী-রংপুর) বিতরণ ব্যবস্থা কোম্পানিতে হস্তান্তরের প্রতিবাদে পঞ্চম দিনের মতো সিলেটে কর্মবিরতী পালন করে সভা-সমাবেশ করেছেন বিউবো শ্রমিক কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদ।
সিলেট নগরের বাগবাড়িস্থ প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা।
এসময় বক্তারা বলেন, এখন পর্যন্ত যতগুলো কোম্পানি গঠিত হয়েছে তার কোনটিই লাভের মুখ দেখেনি। অন্যদিকে বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেবার মান, রাজস্ব আদায় সকল প্যারামিটার কোম্পানীর চেয়ে ভাল অবস্থায় রয়েছে। তাই বোর্ডের একজন কর্মকর্তা-কর্মচারী জীবিত অবস্থায় কোম্পানি করার সুযোগ দেবে না।
এসময় জাতীয় শ্রমিকলীগের সিলেট-সুনামগঞ্জ এর সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে সমাবেশে বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস, প্রকৌশলী জয়নাল আবেদীনসহ অনেকে বক্তৃতা করেন। সমাবেশে বিউবোর সিলেট অঞ্চলের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসআই