
ঢাকা: বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতি ফোরাম অায়োজিত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব যে সফলতা দেখিয়েছে, তা বিশ্বের অনেক শক্তিশালী দেশ করতে পারেনি। কিন্তু বিএনপি এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। মূলত বিএনপিই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।
তিনি অারো বলেন, বিএনপি-জামায়াত দেশকে অশান্ত করার পায়তারা করছে। তাই তারা জঙ্গিবাদকে লালন পালন করছে। জঙ্গিদের যেমন বিচার হচ্ছে, তেমনি এই জঙ্গিবাদকে যারা লালন পালন করছে তাদেরও বিচার হওয়া প্রয়োজন।
হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জঙ্গিবাদ। এটা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সমস্যা। এই জঙ্গিবাদ বিশ্বের প্রতিটি দেশকে অশান্ত করে তুলেছে।
অায়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মনোরঞ্জন ঘোষালের সভাপতিত্বে অালোচনা সভায় অারো বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক নবীন কিশোর গৌতম, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
প্রতিবেদক: অাশিক মাহমুদ, সম্পাদনা: রাকিব