
ঢাকা: জঙ্গি দমনে ব্যর্থ হয়ে সরকার এখন প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে বিএনপিকে জঙ্গি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এর অংশ হিসেবে তদন্তে জঙ্গি নথিতে স্থান পাওয়া ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুমকে জড়ানোর চেষ্টা করছে।’
রিজভী বলেন, ‘বিদেশি হত্যাকান্ডটি সংঘটিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের রাজনীতিবিদদের বক্তব্য ও ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসঙ্গতিপূর্ণ বক্তব্য প্রমান করে শুধু রাজনৈতিক কারনে বিএনপি’র নিরপরাধ নেতাদের ফাঁসানোর চেষ্টা করছে এ অবৈধ সরকার।’
‘আমরা সরকারকে নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর হীন ষড়যন্ত্র থেকে সরে আসতে অনুরোধ জানাচ্ছি বলেও জানান রিজভী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ