
ঢাকা: বিএনপিকে নির্মূল করতেই সব হত্যাকাণ্ডের দায় চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করার একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যেভাবেই হোক বিএনপি’কে নির্মূল করা প্রয়োজন। কারণ বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে ও লড়াই করে সফল হয়েছে এবং গণতন্ত্রের পক্ষে এখনো সংগ্রাম করে চলেছে।’
তিনি বলেন, ‘সেজন্য একে নির্মূল করার জন্য আওয়ামী লীগ প্রথম থেকেই কাজ করে আসছে। সরকারে থেকে তারা একটি ভোটারবিহীন নির্বাচন করেছে। সরকারে থেকে তারা জোর করে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেছে। সরকার গঠন করেছে, পার্লামেন্ট করেছে, যে পার্লামেন্টে কোনো দায়িত্ব নেই। শতকরা ৫জন লোকও সেই পার্লামেন্টের ভোটে অংশগ্রহণ করে নাই।
সুতরাং তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এবং গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলেই পরবর্তীকালে প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে তাদেরকে শক্তি প্রয়োগ করতে হয়েছে। এবং নির্বাচন কমিশনকে পরোপুরি একটি তাবেদার প্রতিষ্ঠানে পরিণত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিজেদের প্রার্থীদেরকে তারা জয়ী করে নিয়ে এসেছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ পর্যন্ত কোনো বিষয়ের সুষ্ঠু তদন্ত জনসম্মুখে উপস্থাপন করা হয়নি। এবং যাদেরকে গ্রেফতার করে নিয়ে এসে দেখানো হচ্ছে তাদেরকে ঠিক সেইভাবে আমরা কখনো চিহিৃত করতে দেখিনি যে, তারাই প্রকৃত হত্যাকারী বা ঘটনাগুলোর জন্য দায়ী।’
ফখরুল বলেন, ‘এখন যখন সমগ্র পৃথিবী এই বিষয়গুলোর ওপর নজর দিয়েছে। যখন তারা বাংলাদেশের এই গুপ্তহত্যা, সহিংসতা, সন্ত্রাস বা জঙ্গিবাদের উত্থান নিয়ে কথা বলছেন এবং বাংলাদেশের মানুষ যখন সোচ্চার হয়েছে তখন আবার একইভাবে তিনি (শেখ হাসিনা) জনগণের দৃষ্টি ও আন্তর্জাতিক কমিউনিটির দৃষ্টি দূরে সরানোর জন্য আবার সেই বিএনপিকেই দোষারোপ শুরু করেছেন।’
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই