
ঢাকা: নির্বাচন কমিশন সম্পর্কিত রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেয় বিএনপিকে তা মেনে নেওয়ার অাহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আমি মনে করি জাতির কাছে আপনাদের ওয়াদা করা উচিত মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দিবেন সে সিদ্ধান্ত আমরা মেনে নেব এবং আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো। তাহলেই গণতন্ত্র সংহত হবে। অার রাষ্ট্রপ্রতির যে সিদ্ধান্ত বিএনপিরও সে সিদ্ধান্ত মেনে নেওয়া উচিৎ।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগে অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘আমি বিএনপি নেতৃবৃন্দদেরকে অনুরোধ জানাবো আপনারা নির্বাচন কমিশন সম্পর্কে দাবি দাওয়ার পাশাপাশি আপনারা আপনাদের নেতৃত্বেও পরিবর্তন আনেন। আপনারা যেমন নির্বাচন কমিশন পরিবর্তন চান, তেমনি আপনাদের নেতৃত্ব ও নেতৃত্বের মানষিকতার পরিবর্তন আনেন।’
বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে হাছান বলেন, ‘বিএনপি বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে জয় লাভ করার আগে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু নির্বাচনে জিতলে তারা বলে নির্বাচন ভালো হয়েছে। বিএনপি নির্বাচনে জিতলে নির্বাচন কমিশন ভালো আর হারলে নির্বাচন কমিশন খারাপ।’
তিনি আরো বলেন, ‘যাদের হাতে রক্তের গন্ধ পোড়া মানুষের গন্ধ, তাদের বিচার হওয়া প্রয়োজন। আামি ঐ সব সন্ত্রাসী কর্মকান্ডের বিচারের দাবি জানাচ্ছি।’
বিশেষ অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমেছে। তারা নিজেরাও জানে যে তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না।’ তিনি আরো বলেন, ‘বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। তারা দেশের উন্নয়ন ধ্বংস করতে চায় এবং দেশে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠা করতে চায়।’ আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা সৈয়দা রোকেয়া, এম এ করিম প্রমুখ।
প্রতিবেদক: আশিক মাহমুদ, সম্পাদনা: ইয়াসিন