
ঢাকা: বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত নেদারল্যন্ডসের রাষ্ট্রদূত মিস লিওনি কুলেলিনিয়ারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ‘জঙ্গি অভিযান সম্পর্কে বিএনপি প্রশ্ন তুলছে। জঙ্গিদের কেন হত্যা করা হয়, জীবিত রাখা হয় না, এ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এমনকি তারা আরো বলছেন, কল্যাণপুরের ঘটনার সবাই সন্ত্রাসী নয়। আসলে তাদের এ ধরনের বক্তব্য প্রমাণ করে বিএনপি সন্ত্রাসী ও জঙ্গি মোকাবেলায় আন্তরিক নয়, তারা জঙ্গিদের সহায়তা করছেন। বিএনপি এভাবে সরাসরি সন্ত্রাসীদের মদদ দিবে আর জাতীয় ঐক্যের কথা বলবে, এটা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’
তোফায়েল বলেন, ‘দলে দলে নয় ঐক্য হবে জনে জনে। এরই মধ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য হয়ে গেছে। জঙ্গিদের মূল উৎপাটন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। দেশের মানুষ জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎকার বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, নেদারল্যান্ডস বাংলাদেশের আরএমজি (তৈরি পোশাকশিল্প) সেক্টরে সহায়তা দিতে আগ্রহী। আগামী মাসে (সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের উন্নয়নমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশের আরএমজি সেক্টরের উন্নয়ন বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের উদ্যোক্তা নেদারল্যান্ডস। ওই সম্মেলনের বিষয়ে অবহিত করতে রাষ্ট্রদূত এসেছিলেন।
মন্ত্রী আরো বলেন, ‘বিদেশি ব্যবসায়ীরা এখন স্বাভাবিকভাবে ব্যবসা করছেন, কোনো সমস্যা নেই। সব স্বাভাবিক হয়ে এসেছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধাভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তাতে অচিরেই সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই