
ঢাকা: কাউন্সিলের সাড়ে চার মাস পর বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ১১৩ নতুন মুখের মধ্যে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে সদস্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হুম্মামের চাচা গিয়াস কাদের চৌধুরীও নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন।
হুম্মামের সঙ্গে সদস্য পদে এসেছেন খন্দকার মোশাররফের ছোট ছেলে খন্দকার মারুফ, আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, নিতাই রায় চৌধুরীর পূত্রবধূ নিপুর রায় চৌধুরী।
শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া অনুমোদিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পুত্রবধূ নিপুর রায় চৌধুরীও রয়েছেন কমিটিতে।
সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনাকেও নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সহ-মহিলা বিষয়ক সম্পাদক এবং স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়কে প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক করা হয়েছে।
সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/ডিএম/জাই