
ঢাকা: রাজনীতিতে বিএনপির কোনো নীতি-আদর্শ নেই বলেই নতুন কমিটিতে মানবতাবিরোধী অপরাধীর সন্তানদেরও জায়গা দিয়েছে দলটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় গণভবনে ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে যারা অভিযুক্ত, দণ্ডপ্রাপ্ত, তাদের সন্তানদের নিয়ে কমিটি করেছে বিএনপি। এই কমিটি করার মধ্য দিয়ে পুরো জাতি এবং শহীদদের অপমান করা হয়েছে।
বিএনপির ৫০৩ সদস্যের কমিটির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির গঠনতন্ত্র দেখা উচিত, কী আছে সেখানে। এতজন দিয়ে কিভাবে কমিটি বানায়। নিয়ম নেই, নীতি নেই বিএনপিতে। এই দল দেশকে কী দেবে? গঠনতন্ত্র, নীতিমালা, লক্ষ্য, আদর্শ কিছুই নেই।’
প্রধানমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলছে। পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যেখানে যুদ্ধাপরাধীদের মাথায় তুলে রেখে মন্ত্রী বানায়, মাথায় নিয়ে দল গঠন করে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই