
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৮ নভেম্বর (রোববার) থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আজ সকালে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রিজভী আহমেদ জানান, রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মনোনয়ন প্রত্যাশীদের প্রথমে সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বাকি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় পরে জানিয়ে দেওয়া হবে। সাক্ষাৎকারে মহানগর, জেলা, উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতি উপস্থিত থাকবে।
রিজভী অভিযোগ করে বলেন, ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা ও প্রহসনমূলক নির্বাচন আয়োজনের দিকেই যাচ্ছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। নির্বাচনে সরকারি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে বর্তমান কমিশন। সরকার প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিরোধী দলকে যেখানে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রাপ্য কোনো ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে না, সেখানে সরকারি দলকে নানা ধরনের তথ্য দিয়ে সুবিধা দেয়া হচ্ছে।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান