
ঢাকা: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা থাকলেও অনুমতির না পাওয়ায় কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এদিকে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজয়নগর মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান করছে।
বিএনপির কোনো নেতাকর্মীকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে।
হঠাৎ বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান সম্পর্কে এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, এটি বিশেষ কোনো মহড়া নয়। প্রতিদিনের মত আজও আমরা দায়িত্ব পালন করছি।
তবে আরেক পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপির সমাবেশ বা তারা যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্যই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিএনপিকে সমাবেশ করার অনুমতি না দেয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি