
ঢাকা: বিএনপি জামায়াতকে ছেড়ে আসতেও পারবে না, তাদের জাতীয় ঐক্যও হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রহসন ছাড়া কিছু নয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০-দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়নি। ফখরুলের এই বক্তব্যই প্রমাণ করে বিএনপি জামায়াতকে ছাড়তে পারছে না।’
তিনি বলেন, যুক্তরাজ্য ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে গেলেও বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বরং বাণিজ্য ও উন্নয়নে যুক্তরাজ্যের প্রদত্ত সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে। যুক্তরাজ্য বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াতে চায়। পদ্মা সেতু থেকে কুয়াকাটা রেলওয়ে লিং এবং পায়রা বন্দরে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য।
তোফায়েল বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপে ব্রিটিশ হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আমাকে জানিয়েছেন, ব্রিটিশ ব্যবসায়ীরা বাংলাদেশে এসে ব্যবসা করলে তাদের কোনো বিধি-নিষেধ নেই।’
তিনি বলেন, বাংলাদেশ সরকার ১০০টি স্পেশাল ইকনমিক জোন গড়ে তোলার কাজ শুরু করেছে। সেখানে যুক্তরাজ্যকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্য এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। পদ্মার ওপারে শিবচরে সরকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক বিমান বন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এখানে জাপান এবং দাতা সংস্থা জাইকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
মিসেস আলিসন ব্লাক বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য-উন্নয়ন সহযোগিতা ও বিনিয়োগ অব্যাহত থাকবে। যুক্তরাজ্য ইউরোপিয়ন ইউনিয়নে না থাকলেও বাংলাদেশকে প্রদত্ত ব্যবসায়ীক সহযোগিতার কোনো ঘাটতি হবে না বা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নীতির পরিবর্তন আসবে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডিজি, ডব্লিউটিও) শুভাষীশ বসু এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) জহির উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই