
শরীয়তপুর: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম শহীদুল হক বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়ন হয়নি। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দেশ অনেক পিছিয়ে ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ বাংলার মাটিতে জঙ্গিদের কোনো স্থান নেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। জঙ্গিবাদ নির্মূল করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, সোস্যাল মিডিয়ায় যেমন ভাল দিক আছে, তেমনি খারাপ দিকও আছে। শিশু, তরুণ কিংবা যুবক সবাই আজ ফেইসবুক বা লেপটপ নিয়ে বসে থাকে। সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এতে ইফটিজিং মতো খারাপ দিকগুলো বেড়ে যাচ্ছে। প্রশাসনিক কর্মকর্তা ও যারা ক্রীড়া সংস্থায় আছেন তারা ছেলে মেয়েদের খেলাধুলায় মনোনিবেশ করাতে পারলে এগুলো রোধ করা সম্ভব।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ্ আল মামুন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইসমাইল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মাদবর।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) গরীব খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। পরে ফুটবল খেলা উপভোগ করেন।
এম.এ ওয়াদুদ মিয়া (শরীয়তপুর), সম্পাদনা: জাহিদ