
সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের নতুন নেতৃত্বের জন্য একটি চ্যালেঞ্জ। আর বিএনপি যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে এবং অসাংবিধানিক কর্মকান্ড করে তবে জনগণই তার জবাব দেবে। বিএনপি দল হিসেবে ধ্বংস হয়ে যাবে।
শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে জাতীয় নির্বাচনে নেতাকর্মীদের করণীয় বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন,‘নির্বাচনী এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নেতাকর্মীদের সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের দোঁড়গাড়ায় পৌছে দিতে হবে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন এবং জনগণের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগের বিজয় অর্জিত হবে। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধিনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া এদেশে কোন অপশক্তির স্থান হবে না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের সফলতায় বিজয়ের ৪৫ বছর পুর্তির এ মহান বিজয় দিবসে মানুষের ঢল নেমেছিল। সাম্প্রদায়িকতা রুখে দেবার প্রত্যয় নিয়ে বাংলার শহর-বন্দর গ্রাম-গঞ্জের মানুষ বিজয়োৎসব পালন করেছে। নতুন প্রজন্মের বাঁধ ভাঙ্গা উচ্ছাস ও গণজাগরণ সৃষ্টি হয়েছিল।’
এসময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক দানী, জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুবলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জের চরমালশাপাড়ায় যমুনার পাড়ে চায়না বাঁধ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত তিন দিনের জেলা ইজতেমায় অংশগ্রহণ করে বয়ান শুনেন। তিনি ইজতেমার আয়োজক মুরুব্বী ও মুসল্লীদের সাথেও কুশল বিনিময় করেছেন। আসর ও মাগরিবের নামাজও তিনি ইজতেমা মাঠে আদায় করেন।
প্রতিবেদক: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: ইয়াসিন