বিএনপি নেতা ইশরাক গ্রেফতার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রচারপত্র বিলির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেনকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রচারপত্র বিলির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. এনামুল হক মিঠু সাংবাদিকদের জানান, স্থানীয় ঘরোয়া হোটেলের সামনে থেকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইশরাককে গ্রেপ্তার করে মতিঝিল থানার পুলিশ।
পুলিশ কর্মকর্তা এনামুল জানান ২০২০ সালে গাড়িতে অগ্নিসংযোগের এক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে বিএনপি নেতা ইশরাককে।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র- প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য।
বিগত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হয়েছিলেন।
নিউজনেক্সটবিডি/এসকে