
কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থীকে ক্ষতিগ্রস্থ করার জন্যই নেতাকর্মীদের গ্রেফতার করা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ সোমবার দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এগুলো নির্বাচনে বিএনপি প্রার্থীকে ক্ষতিগ্রস্থ করার চক্রান্ত। এ চক্রান্ত ক্ষমতাসীন প্রার্থীর পক্ষে বলে তিনি দাবি করেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সে নির্বাচনের জন্য শান্তিপূর্ণ যে পরিবেশ প্রয়োজন তেমনি প্রয়োজন আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন। পুলিশ বা প্রশাসন যেন এমনকোন কাজ না করে যা কোন প্রার্থীর পক্ষে যায় বা কোন প্রার্থীর বিপক্ষে যায়।
নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃংখলাবাহিনীর প্রতি তিনি আহবান করে বলেন, কেউ যেন কোন সন্ত্রাসী কাজ না করতে পারে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।
এসময় বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপির কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি: আনোয়ার হোসেন, সম্পাদনা: জাবেদ