
ঢাকা: বিএনপিকে মোজাকারের দল বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেলিন। তিনি বলেন, ‘যারা মুক্তিযোদ্ধা হয়ে এখন রাজাকারের ভূমিকা পালন করছে তারা মুক্তিযোদ্ধা নয়, তারা মোযাকার। আর বর্তমানে বিএনপির মুক্তিযোদ্ধারা মোযাকারের ভূমিকা পালন করছেন।’
নিউজনেক্সটবিডি ডটকম’র সাথে একান্ত আলাপকালে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় অনেকে রাজাকারের ভূমিকা পালন করেছে তাদের হিসেব এক রকম। আর বর্তমানে যেসব মুক্তিযোদ্ধা রাজাকারের ভূমিকা পালন করছেন তাদের হিসেব একটু ভিন্ন রকমের।’
তিনি বলেন, ‘যুদ্ধের সময় রাজাকারদের মোকাবেলা করার চাইতে এখনকার রাজাকারদের মোকাবেলা করা কষ্টকর এবং দু:খজনক। আমরা চাই বিএনপির মুক্তিযোদ্ধারা সঠিক মুক্তিযুদ্ধের চেতনা লালন করে দেশের জন্য কাজ করবেন এবং স্বাধীনতার শত্রুদের সাথে সম্পর্কচ্ছেদ করে রাজনীতি করবেন।’
প্রতিবেদন: ইয়াছিন রানা, সম্পাদনা: সজিব ঘোষ