
পাবনা: বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে হত্যার রাজনীতিতে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহম্মদ নাসিম। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আন্দোলনে হেরে গিয়ে জনবিচ্ছন্ন হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে’।
শুক্রবার পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গে আশ্রমের সেবায়েত নিত্য রঞ্জর পান্ডের হত্যাকাণ্ড সংক্রান্তে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি জামাতের সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারছে না। খালেদা জিয়ার মুখোশ খুলে গেছে। পরিকল্পিতভাবে সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য দেশে নিত্যরঞ্জন পান্ডেসহ যে সব গুপ্ত হত্যা হচ্ছে তা বিএনপি তেতৃত্বে জামাত শিবির করছে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা এসব খুন করছে তারা ধরা পড়বেই, আইনের আওতায় আসতেই হবে। বিএনপি এখন রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে হত্যার রাজনীতিতে নেমেছে’।
পাবনা জেলা প্রশাসক রেখা রানী বলোর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল রহিম লালের পরিচালনায় ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার আলমগীর কবির, ওয়াকার্স পার্টির পুলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস ও জাসদের শফিউদ্দিন মোল্লা বক্তব্য রাখেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসজি/জাই