বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির নির্বাচনে শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ঘোষণা করা ফলাফল অনুযায়ী, মধুসূদন মণ্ডল সহসভাপতি, শেখ মামুনুর রশিদ যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ পদে সাংবাদিক খায়রুজ্জামান কামাল ও সেবিকা রানী দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য নির্বাচিত চার জন হলেন উম্মুল ওয়ারা সুইটি, উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার ও শেখ নাজমুল হক সৈকত।
নিউজনেক্সটবিডি/এসকে