বিএফইউজে’র সভাপতি নির্বাচন ২৯ জুলাই

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদে শুক্রবার (২৯ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার বিএফইউজে’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, ‘শুক্রবার (৩ জুন) রাজশাহীতে অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গত বছর ২৮ নভেম্বর অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন আলতাফ মাহমুদ। তিনি এ বছরের ২৪ জানুয়ারি মারা যান। পদটি শূন্য হওয়ায় এই পদে পুনরায় নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচনী পরিচালনা কমিটি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম ঘোষণা করবেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/জাই