
ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার বিএফইউজের নির্বাচন পরিচালনা কমিটির সভায় এই উপ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয় । সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেযারম্যান আবু তাহের। সভায় কমিটির দুই সদস্য অশোক কুমার সিনহা এবং শাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ থেকে ৩ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ৩ জুলাই রোববার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল এবং ১০ জুলাই বেলা ১১টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এছাড়াও প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায়। ভোট গ্রহণ ২৯ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে জুমার নামাজ এবং মধ্যাহ্ন ভোজের বিরতির জন্য দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকবে। স্ব স্ব ইউনিয়ন নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২৪ জানুয়ারি নির্বাচিত সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে বিএফইউজের সভাপতির পদটি শূন্য হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই