বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে জেলার শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জে মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম।
মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সমির উদ্দীন জানান, ভোরে সীমান্তে বিএসএফ গুলিবর্ষণ করে। এরপর স্থানীয়রা গুলিবিদ্ধ সেনারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আর মিলনের লাশ সীমান্তেই আছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার সীমান্তে গুলিতে দুই রাখাল নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।