বিকেলে খালেদার জরুরি সংবাদ সম্মেলন

ঢাকা: বুধবার (২৪ আগস্ট) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন খালেদা জিয়া।
এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং দলের অবস্থান নিয়েও কথা বলবেন বিএনপি প্রধান। সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন