
ঢাকা: যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৭ দিনের সফর শেষে শুক্রবার বিকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে ভার্জিনিয়ার ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি।দুবাইয়ে যাত্রাবিরতির পর শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছাবে।
এদিকে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পাওয়ায় তাকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন।
শাহজালাল বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, হোটেল র্যাডিসন , কাকলী মোড়, বনানী, জাহাঙ্গীর গেইট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, সামরিক জাদুঘর, জাতীয় সংসদ ভবন মোড় থেকে গণভবন পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে এ ‘গণঅভ্যর্থনা’ দেওয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঈদুল আজহার পরদিন ঢাকা ছাড়েন শেখ হাসিনা।
প্রতিবেদন: প্রণব আচার্য্য, সম্পাদনা: শিপন আলী