
আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিকেল ৩টায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ১০৩টি প্রকল্পের উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সামনে রেখে প্রশাসনিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ নিয়ে দফায় দফায় আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে বৈঠক হচ্ছে।
প্রায় সাড়ে ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে ময়মনসিংহ মহানগরীর সড়ক-মহাসড়কে তোরণ, রঙিন ব্যানার ও বিলবোর্ড আর ফেস্টুনের ছড়াছড়ি। অলিগলিতেও শোভা পাচ্ছে শেখ হাসিনার ছবি সম্বলিত নানা পোস্টার। পুরো নগরীতে এখন সাজ সাজ রব।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান