
জিহাদ হোসাইন ও ময়ূখ ইসলাম, ঢাকাঃ ঈদকে সামনে রেখে ইতিমধ্যে নতুন সাঁজে সেজেছে রাজধানীর বিভিন্ন ফ্যাশন হাউস। তাদের নানা রকম বিজ্ঞাপন আর প্রচার-প্রচারণাও বেশ চলছে। কিন্তু ফ্যাশন হাউস ‘বিগ বস’ একটু আলাদা। অন্য সময়ের মতোই সাদামাটা ভাবে চলছে তাদের বিকিকিনি। তবে তাদেরও রয়েছে ঈদ আয়োজন।
বাহ্যিক চাকচিক্য বা প্রচারণার থেকে দূরে থাকার কারণে অন্যান্য ফ্যাশন হাউসের মতো অতটা পরিচিত নয় বিগ বস ইন্টারন্যাশনাল। ধানমণ্ডির দুই আর তিন নম্বর রোডের একটি সংযোগ সড়কে নিরিবিলি একটি বাংলোয় বিগ বসের প্রধান আউটলেট। দোকানটি ঘুরে দেখা যায়, এক্সপোর্ট কোয়ালিটির লেডিস, জেন্টস, কিডস আইটেমের এক্সক্লুসিভ পোশাক পাওয়া যায় এখানে।
বিগ বস’র শপ ম্যানেজার ওবায়দুল রাসেল নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘ঈদ উপলক্ষে বেশ আমাদের এখানে কিছু নতুন প্রডাক্ট এসেছে। এখানকার বিশেষত্ব হল- এক্সপোর্ট কোয়ালিটি। মানে প্রতিটি পোশাকই মানসম্মত। আর শিশু থেকে শুরু করে একেবারে বয়ষ্কদের পোশাক পাওয়া যায়।’
ফ্যাশন হাউসটির বিক্রয়কর্মী মোহাম্মদ সৈকত নিউজনেক্সটবিডি ডটকম’কে বিগ বসের নানা পন্যের দাম জানান। এখানে ছোটদের টি-শাট ২২০ টাকা, পলো শার্ট ৩৫০ টাকা, শার্ট ৪৫০ টাকা, শর্ট প্যান্ট ২৫০ টাকা এবং লং প্যান্ট ২৮০ টাকায় পাওয়া যাবে।
মেয়েদের টি-শার্ট ২৫০ থেকে ৩৫০ টাকা, পলো শার্ট ৩৫০ টাকা, শার্ট ৫২০ থেকে ৬৮০ টাকা, থ্রি-কোয়ার্টার প্যান্ট ২৫০ থেকে ২৯০ টাকা, শর্ট প্যান্ট ২২০ থেকে ২৫০ টাকা, স্কার্ট ৫৯০ থেকে ৬৫০ টাকা, টাইস ২৫০, নাইটি ২৮০ থেকে ৪৫০ টাকা, মেক্সি ৩৫০ থেকে ৫৯০ টাকা এবং টেং টপ ২৫০ টাকায় পাওয়া যাবে।
ছেলেদের জিন্স প্যান্ট ৭৫০ থেকে এক হাজার ৫৫০ টাকা, গেভাডিন প্যান্ট ৬৫০ থেকে এক হাজার ৫০ টাকা, থ্রি-কোয়ার্টার প্যান্ট ৪৫০ থেকে ৬৫০ টাকা, শার্ট ৭৫০ থেকে এক হাজার ৫৫০ টাকা, টি-শার্ট ২৫০ টাকা, পলো শার্ট ৩৫০ থেকে ৬৫০ টাকা, ফরমাল শার্ট ৪৫০ থেকে এক হাজার ৫০ টাকা।
এছাড়াও রয়েছে জুতা, মুজা, বেল্ট ইত্যাদি। এগুলো সবই ইতালিয়ান ব্রান্ডের। এর মধ্যে রয়েছে কেও, ম্যাক্স। শু’এর দাম পড়বে এক হাজার ৫০ থেকে সাড়ে ৭ হাজার টাকা। কেডসের দাম পড়বে সাড়ে ছয় থেকে সাড়ে সাত হাজার টাকা। রমজানে এসব পণ্যের ওপর থাকছে ৩০ শতাংশ ছাড়। ধানমন্ডি ছাড়া নিকুঞ্জ ও বাবিধারায় বিগ বস’র আরো দু’টি আউটলেট রয়েছে।
শিক্ষার্থীদের জন্য ছাড় বিগ বসে শিক্ষার্থীরা সব সময়ের জন্য বিশেষ ছাড় পাবেন। শপ ম্যানেজার ওবায়দুল রাসেল নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘আমাদের এখানে ছাত্রদের জন্য ১২ মাসই ১০% ছাড় থাকে। এখানে ২৮ থেকে ৫০ ইঞ্চি ব্যাসের কোমরধারীদের প্যান্টও পাবেন। যা অন্য কোথাও সহজে পাওয়া যাবে না।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/এমআই/এসকে/এসজি