
নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বিচার বিভাগকে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে দাবি করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, প্রধান বিচারপতির ক্ষোভই প্রমাণ করেছ সরকার বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করছে।
বুধবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
তিনি বলেন, সরকারের সিংহাসন টালমাটাল হয়ে উঠছে। সরকার জনগণকে চাপিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু জনগণ এগিয়ে আসছে।
‘গণতন্ত্রকে ফাঁসির দড়িতে আটকে দিয়েছেন শেখ হাসিনা’ এমন মন্তব্য করে রিজভী বলেন, এই সরকার বিরোধীদলকে মিছিল মিটিং করতে দিচ্ছে না। যারা সরকারের সমালোচনা করে তাদেরই গুম খুন করা হচ্ছে। জনপ্রতিনিধিরাও গুম খুন থেকে রেহাই পাচ্ছে না।আমরা এমন গণতন্ত্র চাই না।
আওয়ামী লীগ রাজনীতিকে দুর্বৃত্তায়নের সাথে একাকার করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বেচ্ছাসেবক দলের বিদায়ী সভাপতি ও বিএনপির যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তি দাবি করে তিনি বলেন, সোহেল বিনয়ী ছেলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, তিনি সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবেন।
যৌথসভায় আরও উপস্থিত ছিলেন, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুইয়া জুয়েল, ইয়াসিন আলী, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
প্রতিবেদক: শেখ রিয়াল, সম্পাদনা: প্রণব