
ঢাকা: বিভিন্ন জেলা জজ আদালতের জন্য পাঁচ কোটি ৩৫ লাখ টাকায় ১৫টি গাড়ি কেনার ঘটনাকে বিচার বিভাগ শক্তিশালী করার সরকারি অঙ্গীকার বাস্তবায়নের ‘জ্বলন্ত উদাহরণ’ আখ্যা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সংবাদ সরকারি তথ্যবিবরণীর।
এ ব্যাপারে তথ্যবিবরণীতে লেখা রয়েছে, ‘পাঁচ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ক্রয়কৃত এসব মাইক্রোবাস ও কার জেলা জজদের নিকট হস্তান্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বিভাগকে শক্তিশালী করার অঙ্গীকার বাস্তবায়নে এক জ্বলন্ত উদাহরণ বলেও তিনি (আইন মন্ত্রী) মনে করেন।’
জানা গেছে, বৃহস্পতিবার সচিবালয়ে দেশের বিভিন্ন জেলা জজ আদালতের জন্য কেনা টয়োটা ব্রান্ডের ১০টি মাইক্রোবাস এবং ৫টি প্রাইভেট কারের চাবি হস্তান্তর অনুষ্ঠানে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, ‘লজিস্টিক সাপোর্ট বিচার কাজকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
একই দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। আইন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আব্দুল্লাহ আল-আমিন এবং জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) এর প্রতিনিধিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আইনগত সহায়তা কার্যক্রমের প্রসার, বিশেষত কারাবন্দিদের আইনগত সহায়তা দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় আইন মন্ত্রী কারাবন্দিদেরকে যথাযথভাবে আইনি সহায়তা দিতে উপায় খুঁজে বের করার তাগিদ দেন। বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তিনি কারাবন্দিদের মাথাপিছু ব্যয় বাড়ানোরও পরামর্শ দেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/ওয়াইএ