‘বিজলী’ নিয়ে আইসল্যান্ডে ববি

ঢাকা: নায়কা ববির প্রযোজনায় ইফতেখার চৌধুরীর পরিচালনায় নির্মিত হচ্ছে ‘বিজলী’ ছবিটি। এরইমধ্যে ছবির বেশি ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আর এবার তারই ধারাবাহিকতায় এবার ‘বিজলী’ টিম বরফের দেশ আইসল্যান্ডে।
ছবির গানের শুটিং করতে ইউরোপের এই দেশটির বিভিন্ন মনোরম লোকেশনে চশে বেড়াচ্ছেন ‘বিজলী’ টিম। ছবিটির নির্মাতা ইফতেখার চৌধুরী তার ফেসবুকে জানান, খুব ভালো শুটিং চলছে। তবে এখানে তাপমাত্রা অনেক কম। সেকারণে বেশ ঠাণ্ডায় হ্যানস্তা হতে হচ্ছে। দু’টো গানের শুটিং করছি এখানে। চলতি সপ্তাহেই দেশে ফিরবো।
এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ববি ও ওপার বাংলার নায়ক রনবীর। ববস্টার ফিল্মের ব্যানারে নির্মিত ছবিতে ববি-রনবীর ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, জাহিদ হাসান, দিলারা জামান ও শিমুল খান।
প্রতিবেদন: আসিফ আলম