বিজিএমই ভবন ভাঙার নির্দেশ সুপ্রিমকোর্টের

ঢাকা: গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমই ভবন ভাঙতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃতাধীন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এ রায় দেন।
এর আগে হাইকোর্ট ৯০ দিনের মধ্যে বিজিএমই ভবনটি ভাঙার নির্দেশ দেন। এরপরই এর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করা হলে এ রায় দেয়া হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/আইকে/ওয়াইএ