বিজ্ঞাপনে তানিন সুবাহ

ঢাকা: উত্তরার ‘আপন ঘর’ শুটিং হাউসের লোকেশেনে ‘সুরেশ খাঁটি সরিষা তেল’র নতুন বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে। যেখানে মডেল হিসেবে কাজ করেছেন তানিন সুবাহ। এস এম হোসেন বাবলার পরিচালনায় এই বিজ্ঞাপনে আরো কাজ করেছেন, পীরজাদা হারুন ও শান্ত।
বিজ্ঞাপনের মডেল হওয়া প্রসঙ্গে চিএনায়িকা তানিন সুবাহ বলেন, ‘সিনেমা নিয়ে আমার অনেক ব্যস্ততা যাচ্ছে। তারপরও এই বিজ্ঞাপনের গল্প এবং আমার কাজের গুরুত্ব অনেক। তাই কাজ করে বেশ আনন্দ পেয়েছি।’
নির্মাতা এস এম হোসেন বাবলা বলেন, ‘সুরেশ খাঁটি সরিষার এবারের বিজ্ঞাপনে নতুনত্ব আছে। মডেলরাও ভালোভাবে পারফরমেন্স করেছেন। বিজ্ঞাপনটি প্রকাশ পেলে ভালো সাড়া পাবো বলে আশা করছি।’
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ময়ূখ ইসলাম, সজিব ঘোষ