
ঢাকা: সংবাদ পাঠিকা ফারজানা করিম। অন্যদিকে তার আরো কিছু পরিচয় রয়েছে। তিনি একই সঙ্গে মঞ্চকর্মী ও আবৃত্তিকার।
বিজয়ের দিনে সন্ধ্যা ৫.৩০মিনিটে নাটক সরণির মহিলা সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার স্বরচিত একক কবিতা আবৃত্তি সন্ধ্যা ‘সুরের সাথে’।
কবিতার ভাবনার সাথে সুরের যোগাযোগ মিলেমিশে একাকার হয়ে নাটকীয় পরিবেশ তৈরি যেন ফারজানা করিমের পরিবেশনার অন্যতম দিক।এটি কবিতা আবৃত্তিতে ফারজানার চতুর্থ পরিবেশনা।এর আগে তিনি দুইবার আবৃত্তি করেছেন কলকাতার আনন্দবাজার পত্রিকার আমন্ত্রনে এবং একবার চট্টগ্রামে শিল্পকলা একাডেমিতে।
এবারের বিজয় দিবসে ফারজানার পরিবেশনা তার কাছে বিশেষ মুহর্ত হয়ে বন্দী থাকবে। কারণ বিজয়ের এই দিনে তিনি ৩টি লাইভ অনুষ্ঠান করবেন।
ফারজানা করিম বলেন,‘ অনেক দিন ধরেই কবিতা লিখি। সেই হিসেবে আমার স্বরচিত কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা সুরের সাথে। কবিতার ভাবনার সাথে মিলিয়ে সুরের যোগাযোগ বরাবর করার চেষ্টা করেছি। তাই সবার আগে আপনাদের ভালো লাগা এবং আশীর্বাদ কাম্য। অনুষ্ঠানটি যেন সফল হয় এবং দর্শক শ্রোতারা যেন অনেক দিন মনে রাখেন এরকম কাজ করে যেতে চাই।’
অনুষ্ঠান শুরু হবে তার স্বরচিত কবিতা আবৃত্তি দিয়ে। এরপর ২য় পর্বে থাকবে তার অভিনীত মঞ্চ নাটক ‘প্রেমপত্র’। তারপর তাকে দেখা যাবে চ্যানেল আই-এ রাত সাড়ে ১০টার সংবাদে। অনুষ্ঠানটির সহযোগী হিসেবে ৭১ টি ভি, পিপলস রেডিও এবং দ্যা ডেইলি অবজারভার।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: মাহতাব শফি