
ঢাকা: রাজধানীর রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সভাকক্ষে মহান বিজয় দিবসের আলোচনা সভা চালাকালে তাঁতী লীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের সামনেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, যুদ্ধাপরাধে অভিযুক্ত ময়মনংসিংহ জেলা কমিটির সভাপতি মোশাররফ হোসেনকে আলোচনা সভায় রাখায় ঢাকা মহানগর কমিটির লোকজন তাকেসহ বেশ কয়েকজনকে মারধর করে। এসময় ডিআরইউয়ের সভাকক্ষের বেশ কয়েকটি চেয়ার ভাঙা হয়। অনুষ্ঠানের শুরুতে বিতর্কের জন্ম দেন নাজিবুর রহমান। তিনি নারায়ণগঞ্জের শ্রমিক দলের সভাপতি বেল্লাল হোসেনকে কুরআন তেলাওয়াত করতে আমন্ত্রণ জানান। এরপর ওই একই অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার ঘটনায় আলোচিত ময়মনসিংহের শহীদ বাবু হত্যাকারী রতন রাজাকারের ভাই মোশাররফকে উপস্থাপনা করতে বলেন।
মোশাররফ হোসেন ময়মনংসিংহ জেলা কমিটির সভাপতি। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে বিশেষ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাধনা দাস গুপ্ত বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। এছাড়া তাঁতী লীগের আহ্বায়ক নাজিবুর রহমান চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমন বিতর্কিতদের বিজয় দিবসের মতো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোই তো ঠিক হয়নি। বিতর্কিতদের অনুষ্ঠানে দেখতে পেয়ে সংগঠনে সক্রিয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। তবে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ‘
ঢাকা মহানগর উত্তরের তাঁতী লীগের সভাপতি মো. হামিদ আহমেদ বলেন, ‘সংগঠনের কর্মীরা বিতর্কিত লোকদের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে। তাদের অনুষ্ঠান থেকে বের কররে দিতে বললে উত্তেজনা দেখা দেয়।’
প্রতিবেদক: আশিক, সম্পাদনা: জাহিদ