
ঢাকা : বিদুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর সেবার মান নিয়ে সন্তুষ্ট নন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেছেন, ‘জনগণের কাছে সেবা নিয়ে যেতে হবে – এই মানসিকতা বিতরণ কোম্পানিগুলোর মাঝে এখনো সেভাবে দেখা যাচ্ছে না।’ শনিবার রাজধানীর রেডিসন হোটেলে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘কল সেন্টারগুলো আরো সক্রিয় রেখে জনগণের চাহিদা পূরণে সচেষ্ট থাকুন’- এমন আহবান জানিয়ে বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর উদ্দে্শ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘সেবা দান ও অফিস ব্যবস্থাপনায় আরো পেশাদারিত্ব আনতে হবে।’ সরকারি তথ্য বিবরণীতে এ ব্যাপারে আরো জানানো হয়েছে, মন্ত্রী বিতরণ কোম্পানিগুলোকে নিজেদের পরিবর্তন করে গ্রাহক সন্তুষ্টির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। মন্ত্রীর অভিমত, ‘সরকারি অফিসগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থার পরিবর্তন আবশ্যক। যাতে অফিস দেখেই একটি ইতিবাচক মনোভাব তৈরি হয়।’
অনুষ্ঠানে পাঁচটি নতুন ‘১৩২/৩৩/১১ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র’ নির্মাণের লক্ষ্যে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)ডেসকো ও হায়োসাঙ কর্পোরেসনের (Hyosung Corporation) মধ্যে চুক্তিস্বাক্ষরিত হয়। ডেসকোর পক্ষে প্রতিষ্ঠানটির সচিব প্রকৌশলী জুলফিকার তাহমিদ এবং হায়োসাঙের পক্ষে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ইয়ন তায়ি-বাম (Yon Tae-bum) চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এবং ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিদ সারওয়ারও উপস্থিত ছিলেন।
সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, নতুন পাঁচটি গ্রিড উপকেন্দ্রগুলো নির্মাণ হলে ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ ১৩২ কেভি লেভেলে এবং ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ৩৩ কেভি লেভেলে গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে। এতে গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন চার লাখ ৫০ হাজার গ্রাহককে সংযোগ পাবে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় প্রায় ৯৪৬ কোটি টাকা। যার মধ্যে ৪৫৫ কোটি ৪২ লাখ টাকা দেবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই