
যুক্তরাষ্ট্র: কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলেতে স্থানীয় সময় বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন মোহাম্মদ আলী স্মরণে আন্তধর্মীয় অনুষ্ঠান। আজই চিরশয্যায় শায়িত করা হবে তাকে।
আলীকে দাফনের আগে লুইভিলে মোহাম্মদ আলীর কফিন নিয়ে শোক শোভাযাত্রা হবে। আলীর স্মৃতিবিজড়িত কিছু স্থান, যেমন তার শৈশবের বাড়ি, আলী সেন্টার, দ্য সেন্টার ফর আফ্রিকান আমেরিকান হেরিটেজ, মোহাম্মদ আলী বুলভার্ড অতিক্রম করবে শোভাযাত্রাটি।
শোকযাত্রায় আলীর কফিনের পাশে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে থাকবেন রুপালি পর্দায় মোহাম্মদ আলীর চরিত্রে রূপ দেয়া হলিউডের নামী অভিনেতা উইল স্মিথ ও সাবেক বক্সার লেনক্স লুইস। তারা কফিনের কাপড় ধরে থাকবেন। আর প্রশংসা উক্তি পড়ে শোনাবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
মোহাম্মদ আলীর শেষকৃত্যে অংশ নেবেন মুষ্টিযুদ্ধ সংগঠক ডন কিং, মানবাধিকারকর্মী জেসি জ্যাকসন, ইউসুফ ইসলামসহ (পূর্বনাম ক্যাট স্টিভেন) আরো অনেকে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের মুসলমানরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন।
এ অনুষ্ঠানে ২০ হাজার মানুষের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। এই শেষকৃত্য অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ বিশ্বের অসংখ্য নেতাদের অংশগ্রহণের কথা রয়েছে। পারিবারিক কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর আগে, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলেতে সম্পন্ন হয় আলির জানাজা। ১৪ হাজারেরও বেশি মানুষ তার জানাজায় অংশ নেয়। তার জানাজা পড়ান ইমাম জাইদ শাকির।
ওই ইমাম বলেন, মোহাম্মদ আলির ইচ্ছানুসারেই জানাজার আয়োজন করা হয়। যা একটি ‘শিক্ষনীয় মুহূর্ত’।
১৯৬৪ সালে আলী নেশনস অব ইসলামে যুক্ত হন। পরে তিনি ইসলামের মূলধারায় যুক্ত হন। ইসলাম ধর্ম গ্রহণ করলে নিজের নাম ক্লেসিয়াস ক্লে থেকে পরিবর্তন করে মোহাম্মদ আলী হয়।
বক্সিং খেলাটিকে বিশ্বের আপামর মানুষের কাছে যিনি জনপ্রিয় করেছিলেন তিনি আলি। বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার দৃশ্যটি মানুষ মন্ত্রমুগ্ধের মতো দেখত। হয়েছেন তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। অলিম্পিক লাইট-হেভিওয়েট স্বর্ণপদক বিজয়ী হন। ৬১টি বক্সিং প্রতিযোগিতার মধ্যে ৫৬টিতেই জয়ী হন তিনি। পরাজিত হয়েছিলেন মাত্র পাঁচবার।
কিংবদন্তি বক্সার ও সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ৭৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩ জুন, শুক্রবার (বাংলাদেশ সময় ৪ জুন, শনিবার) মৃত্যুবরণ করেন মোহাম্মদ আলী।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই