
ঢাকা: নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে বসবাসরত বিদেশি নাগরিকদের ডাটাবেজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার মাসিক ক্রাইম কনফারেন্সে ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ডিএমপির ৮ ক্রাইম জোনের উপ-কমিশনারসহ ৪৯ থানার ওসিকে সবার তথ্য সংগ্রহের নির্দেশ দেন।
বৃহস্পতিবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘বিদেশি নাগরিকরা কোথায় থাকেন এবং কোথায় যাতায়াত করেন, সে বিষয়গুলো আমাদের নলেজে থাকলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সুবিধা হবে। এ কারণেই বিদেশি নাগরিকদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে যেসব বিদেশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের ডাটাবেজের আওতায় আনতেই এমন উদ্যোগ নিয়েছে ডিএমপি। ডাটাবেজে বিদেশিরা কোথায় থাকেন, কোথায় যাতায়াত করেন, কোথায় চাকরি করেন এসব তথ্য থাকবে।
ক্রাইম কনফারেন্সে রাজধানী ঢাকার কূটনৈতিকাপাড়াসহ প্রত্যেক এলাকায় কঠোর নজরদারির নির্দেশনাও দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। একইসঙ্গে প্রত্যেকটি পাড়া-মহল্লায় ব্লক-রেইড, চেকপোস্ট, ফুট পেট্রোল, ভেহিক্যাল পেট্রোলসহ দৃশ্যমান পুলিশিং ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেন তিনি।
প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বরে গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজার এবং গত পহেলা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ১৭ বিদেশী নাগরিকের মৃত্যু হয়। এরপরই এ ডাটাবেজ তৈরীর সিদ্ধান্ত হয়। পুলিশের কাছে ডাটাবেজ থাকলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সুবিধা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই