
এম. রেজাউল করিম ও ময়ুখ ইসলাম, ঢাকা: একসময় বিভিন্ন দেশে থেকে বিদেশীরা বাংলাদেশে আসতো আমাদের শেখানোর জন্য। আর এখন ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন ও সফলতা দেখে তারা শিখতে আসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম।
বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তির উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডে’র উদ্বোধনী দিনে ‘মোবাইল গেমিং ও সম্ভাবন’শীর্ষক এক সেমিনারে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম আশরাফ বলেন, বাংলাদেশের আধুনিক স্মার্টফোনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল গেম উন্নয়নের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনার ও এনিমেটরদের কাজের ক্ষেত্র সময়ের সাথে বাড়ছে। গেমিং ইন্ডাস্ট্রির উন্নয়নে সরকারের পক্ষ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি গবেষণা ল্যাব স্থাপন করা হয়েছে। যেখানে স্থানীয় গেম ডেভেলপাররা বিনামূল্যে সময় নির্ধারণ করে গবেষণা করতে পারবে।
তিনি বলেন, মোবাইল গেমিং ইন্ড্রাষ্ট্রিতে বিশ্ব বাজারের আকার হচ্ছে ৯০ বিলিয়ন ডলার, যার মধ্যে এশিয়াতেই আছে প্রায় ৪৬ বিলিয়ন ডলার এবং ২০১৭ সালের মধ্যে এর আকার বেড়ে হবে ১০০ বিলিয়ন ডলার।
আশরাফ বরেণ, বিশ্ববাজারে বাংলাদেশের গেমিং এর উন্নয়ন বজায় রাখতে হবে। বিশ্বের গেমিং ইন্ড্রাস্টিতে বাংলাদেশের বিনিয়োগ কম হলেও আমাদের বর্তমান অবস্থান ধরে রাখতে পারলে ২০১৭ সালের মধ্যে বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি ১০০ বিলিয়ন ডলাড়ে পৌঁছবে। বিশ্ব বাজারে বাংলাদেশের গেমকে সমুন্নত রাখতে হলে এর উন্নয়নের সঙ্গে বিশ্ব বাজারে গেমের চাহিদার সমন্বয় করতে হবে। আর এটা করতে পারলে দেশের উন্নয়নে বড় অবদান রাখার সম্ভাবনা রয়েছে।
হিরো’স অফ সেভেন্টি ওয়ানের নির্মাতা মাশা মুস্তাকিম বলেন, বাংলাদেশি গেম নির্মাতারা যে অ্যাপ স্টোরে জয় করতে পারে তার দৃষ্ঠান্ত উদাহরণ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক গেম ‘হিরো’স অফ সেভেন্টি ওয়ান’। গেমটি উন্মুক্তের পর থেকে গুগল প্লে স্টোরে এখন পর্যন্ত আট লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে।
প্রযুক্তি প্রতিষ্ঠান এপনোমট্রি’র সহ প্রতিষ্ঠাতা রিয়াদ হোসেন সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন ইতোপিয়ান সিটি স্কেপ’র প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব অস্ট্রিগার্ড, ভার্চুয়াল-রিয়েলিটি বিশেষজ্ঞ এন্টোন কর্বা, বাংলাদেশি মোবাইল গেম নির্মাতা প্রতিষ্ঠান রাইজ-আপ ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক, স্পিন অফ স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আসাদ, ও হিরো’স অফ সেভেন্টি ওয়ানের নির্মাতা মাশা মুস্তাকিম।
ডিজিটাল ওয়ার্ল্ড’র প্রথম দিনের আয়োজন
চালকের মনোযোগ ঠিক রাখবে সফটওয়্যার
স্মার্ট বাসে প্রশিক্ষণ পাবে ২ লাখ ৪০ হাজার তরুণী
‘ডিজিটাল ওয়ার্ল্ড’ উৎসব শুরু হচ্ছে বুধবার
ডিজিটাল ওয়ার্ল্ডে খরচ ১০ কোটি টাকা
সম্পাদনা: জাহিদ