
ঢাকা, ২৮ জুলাই ২০১৬ (বাসস) : বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস ক্ষেত্রগুলোর নিরাপত্তা বাড়াতে বৃদ্ধির লক্ষ্যে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন ও সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ ভবনে কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনার পর এ সুপারিশ করা হয়।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম. আবদুল লতিফ, আফম বাহাউদ্দিন নাছিম এবং এবিএম রুহুল আমিন হাওলাদার।
বৈঠকে দেশে উৎপাদিত এলপিজি গ্যাস ও আমদানি করা এলপিজি গ্যাসের মূল্য এক এবং সঠিক মাপ ও মান নিশ্চিত করার সুপারিশ করা হয়ে। এছাড়া বেসরকারী গ্যাস কোম্পানীগুলোর সাথে প্রতিযোগিতা করে সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করতে বলেছে সংসদীয় কমিটি।
বৈঠকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা নিয়েও আলোচনা হয়। একইসঙ্গে পায়রা বন্দরকে অধিক কার্যকর করার লক্ষ্যে ১৮ কিলোমিটার ক্যাপিটাল ড্রেজিংয়েল আওতায় আনার সুপারিশ করা হয়।
বৈঠতে জ্বালানী বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন)’র চেয়ারম্যান মাহমুদ রেজা খান, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে