
বরিশাল: ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জন্মভিটায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমবারের মতো বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
শুক্রবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাড়িতে আসেন মিরাজের পিতা জালাল হোসেন তালুকদার।
এ সংবাদ জানতে পেরে বাকেরগঞ্জ উপজেলার মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা এবং স্থানীয়রা তাকে স্বাগত জানান।
জালাল হোসেন তালুকদার বলেন, একদিন আগেই লাইন ও তার টানার কাজ সম্পন্ন করে বিদ্যুৎ বিভাগ। তবে ট্রান্সফারমারের ত্রুটির কারণে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরাজের জন্মভিটায় প্রথম বিদ্যুতের দেখা মিললো বলে জানান মিরাজের বাবা।
তিনি জানান, এরপরই বাড়িতে তারা টেলিভিশন দেখার ব্যবস্থাটি করেন। তিনি এখানে আরো ২/১ দিন থাকবেন বলে জানিয়েছেন।
বাড়িতে বিদ্যুৎ সংযোগ না-থাকায় গত ৩ নভেম্বর ক্রিকেটে ব্রিটিশদের বিরুদ্ধে বিজযের নায়ক মিরাজের খেলা তার দাদী দেখতে পারেননি বলে মিডিয়ায় খবর প্রচারিত হওয়ায় বিদ্যুৎ সংযোগ দেয়ার উদ্যোগ নেয় স্থানীয় পল্লী বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকা টেস্টে বাংলাদেশের হয়ে মিরাজ ১৯ উইকেট নেন। চট্টগ্রাম টেস্টে প্রথম সাদা জার্সি গায়ে মাঠে নামেন মিরাজ। এর আগে মিরাজ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন।