বিধিনিষেধ ভাঙায় কয়েকশ আটক, জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা; করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মানুষকে আটক করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ঢাকা মহানগরের আট বিভাগে মোট পাঁচ শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিয়ম না মানায় আটজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই‘সর্বাত্মক লকডাউন ৭ জুলাই পর্যন্ত চলবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
লকডাউব সফল করতে পুলিশের সাথে মাঠে কাজ করছে র্যাব, সেনাবাহিনীও।