বিধ্বস্ত উড়োজাহাজে থাকা যাত্রীদের নাম প্রকাশ

নিউজনেক্সট অনলাইন ডেস্ক: আজ রোববার সকালে নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।গত ৩০ বছরে নেপালে ২৭টি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশের ইউএস বাংলা কাঠমান্ডুর ইতিহাসের তৃতীয় ভয়ংকর বিমান দুর্ঘটনা, ২০১৮ সালের মার্চে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের ইউএস বাংলা পরিচালিত একটি বিমান। নিহত হয় ৭১ যাত্রীর ৫১ জন।

রোববার ১৫ জানুয়ারি সকালে বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের বিমানে থাকা ৬৮ যাত্রীর তথ্য প্রকাশ করেছে নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তালিকায় দেখা যায়- যাত্রীদের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুইজন দক্ষিণ কোরিয়ান, একজন আইরিশ এবং একজন অস্ট্রেলিয়ান ছাড়াও একজন ফরাসি ও একজন আর্জেন্টাইন নাগরিক ছিলেন।