
কায়রো: ভূমধ্যসাগরে বিধ্বস্ত মিসরীয় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছেন মিসরের তদন্তকারীরা। গত মাসে যেই জায়গায় বিমানটি নিখোঁজ হয় সেখানে অনুসন্ধান চালিয়ে ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।
অনুসন্ধানে ধ্বংসাবশেষের কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিসর সরকার। গভীর সমুদ্রে একটি অনুসন্ধানকারী জাহাজ ধ্বংসাবশেষের কিছু ছবি পাঠিয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।
গত মাসের ১৯ তারিখে ফ্রান্স থেকে মিসরের কায়রোতে যাওয়ার পথে নিখোঁজ হয় মিসরের এয়ারবাস এ-৩২০ এর ফ্লঅইট এমএস-৮০৪। বিমানটিতে ৬৬জন আরোহী ছিলেন।
মিসরের আকাশসীমায় প্রবেশের আগে ভূমধ্যসাগরে এটি মিশর ও গ্রিসের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তখন এর উচ্চতা, দিক ও গতি পরিবর্তন নিয়ে মিসর ও গ্রিসের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।
মিসরের তদন্ত কমিটি বলছে, এখন উদ্ধারকারী জাহাজে থাকা তদন্তকারীরা ধ্বংসাবশেষ এলাকার একটি মানচিত্র অঙ্কন করবেন। সে অনুযায়ী বিস্তারিতভাবে অনুসন্ধান চালিয়ে সেগুলো উদ্ধার করা হবে। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই