
বাগেরহাট: বাগেরহাট-৩ আসনে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করেন।
মো. নুরুজ্জামান তালুকদার বলেন, আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার ছাড়া আর কেউ এ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। সোমবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে।
এর আগে এ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক পদত্যাগ করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের উপ-নির্বাচনে গত ২৪ মে মনোনয়নপত্র জমা, ২৭ মে বাছাই ও ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়। আর ভোটগ্রহণের দিন ধার্য করা হয় আগামী আগামী ২৬ জুন। কিন্তু এর মধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী হন।
হাবিবুন নাহার এই নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। আগের বারও খালেক মেয়র থাকা অবস্থায় তার আসনে ভোটে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান