বিপাশাকে ১০কোটির বাড়ি উপহার সালমানের!

মুম্বাই: নবাগত নায়ক করণ সিং গ্রোভারের সঙ্গে প্রণয়ে জড়িয়ে সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েন বিপাশা বসু। বিয়ের অনুষ্ঠানে বলিউডের অনেক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন বজরঙ্গি ভাইজান সালমান খানও।
জানা গেছে, সালমান খান বিয়েতে ১০ কোটি টাকা দামের একটি বাড়ি উপহার দিয়েছেন ভাল বন্ধু ‘রাজ’ অভিনেত্রী বিপাশাকে। তবে বিপাশা বরাবরই এ কথা অস্বীকার করে আসছেন। এমনকি এ বিষয়ে টুইটও করেছেন বিপাশা।
টুইটারে কলকাতার ব্ল্যাক ডায়মন্ড বিপাশা লিখেছেন, ‘এত বড় হাস্যকর খবর আমি কখনই পড়িনি। কেন এমন উপহার আমি কখনো কারো কাছ থেকে নেব?!’
এদিকে নিন্দুকের ভাষ্য, ভাল বন্ধু তো এমন দামি উপহার দিতেই পারেন। তার ওপর আবার দাবাং খানের মতো বন্ধু। সুতরাং নববধূ বিপাশার তা অস্বীকার করারও বা কি আছে? সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই