
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চতুর্থ আসর মাঠে গড়িয়েছে আজ। আর উদ্বোধনী দিনেই মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। কিন্তু বৃষ্টিতে কোনও বল মাঠে না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে।
অবশ্য শুরুতে টস জিতে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর অপেক্ষায় ছিলেন আম্পায়াররা। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় বিকাল ৪টা ৫০ মিনিটে সেটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এবারের বিপিএল-এ কোনও উদ্বোধনী অনুষ্ঠান নেই। ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে বেলুন উড়ানোর মাধ্যমে বিপিএল-এর উদ্বোধন ঘোষণা করেন।
গ্রন্থনা: তুহিন